কলকাতারাজ্যের খবর

গ্রামীণ রাস্তায় নিষিদ্ধ ভারী যান, রেহাই পাবেনা নেতার গাড়িও, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Heavy vehicles banned on rural roads, even leaders' cars will not be spared, CM orders

Truth Of Bengal: পথশ্রী প্রকল্পে তৈরি ১০ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার বেহাল দশা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক প্রশাসনিক বৈঠকে তিনি স্পষ্ট জানালেন, গ্রামীণ রাস্তায় বেআইনি কার্যকলাপের জন্য দায়ী কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভারী গাড়ি গ্রামীণ রাস্তায় ঢুকে রাস্তা নষ্ট করছে। নিচুতলার পুলিশের একাংশের সহযোগিতায় এমন ঘটনা ঘটছে বলে তিনি জানান। এর প্রতিকার হিসাবে মমতার নির্দেশ, শুধু সার, মাছ ও দুধের গাড়ি ছাড়া অন্য কোনও ভারী গাড়ি গ্রামীণ রাস্তায় ঢুকতে পারবে না। নির্দেশ অমান্য হলে দায়ী পুলিশ কর্মীদের মাইনে কাটা হবে। এমনকি, কোনও রাজনৈতিক নেতার গাড়ি হলেও রেহাই দেওয়া হবে না।

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের নিজের তহবিল থেকে গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনও সাহায্য আসেনি। অথচ সেই রাস্তা তৈরি হওয়ার পরও বেহাল অবস্থার অভিযোগ উঠছে।

তিনি এও বলেন, রাস্তা ভাঙার আরেকটি প্রধান কারণ হল বিভিন্ন প্রকল্পের কাজ। পানীয় জলের পাইপ বসানো বা টেলি কমিউনিকেশন বিভাগের কাজের জন্য রাস্তা ভাঙা হচ্ছে। কিন্তু সেই রাস্তা মেরামতের দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগের হলেও তা ঠিকভাবে পালন করা হচ্ছে না। দুই বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবও তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, গ্রামীণ রাস্তা রক্ষা করতে হলে এই অনিয়ম বন্ধ করতেই হবে। অভিযুক্তরা শাস্তি পাবেন, আর রাস্তা নষ্ট হলে তা দ্রুত মেরামত করতে হবে।

Related Articles