থুতু ফেললেই কঠিন শাস্তি, রেলওয়ে চত্বর পরিষ্কার রাখতে কঠোর পদক্ষেপ রেলের
Heavy punishment for spitting, Railways take strict action to keep railway premises clean

Truth Of Bengal: তামাক চিবিয়ে রেলওয়ে চত্বর এবং প্ল্যাটফর্মে যত্রতত্র থুতু ফেলাটা শুধু নিজস্ব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, বরং এটি পরিবেশের সৌন্দর্যও নষ্ট করে এবং অন্যান্য যাত্রীদের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এই কারণেই রেলওয়ে স্টেশনগুলোতে থুতু এবং আবর্জনা ফেলাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে রেলের তরফ থেকে।
পূর্ব রেলওয়ের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) জানিয়েছে, রেল স্টেশনে বসানো উচ্চ প্রযুক্তির সিসিটিভি ক্যামেরাগুলি যেকোনও ব্যক্তির আবর্জনা বা থুতু ফেলার ঘটনা সহজেই শনাক্ত করতে পারে। অপরাধ শনাক্ত হলেই জরিমানা বা কারাদণ্ডের ব্যবস্থা করা হবে।
আরপিএফ কর্মকর্তারা জানিয়েছেন, তারা সবসময় সতর্ক থাকেন যাতে রেলওয়ে চত্বরে এই ধরনের অপরাধ দমন করা যায়। ট্রেন বা স্টেশনে পেট্রোলিং করার সময় যদি কোনও ব্যক্তিকে থুতু ফেলতে দেখা যায়, তাহলে তাদের আটক করা হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর ফলে ভবিষ্যতে তারা যাতে দায়িত্বশীল আচরণ করেন, তা নিশ্চিত করা সম্ভব হবে।
রেলওয়ে কর্তৃপক্ষের এই উদ্যোগগুলো প্রত্যেক যাত্রীর জন্য একটি পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির লক্ষ্যে নেওয়া হচ্ছে। তাই, সকল যাত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন রেলওয়ে চত্বরে পরিচ্ছন্নতা বজায় রাখতে সহযোগিতা করেন এবং এই ধরনের অপরাধ থেকে দূরে থাকেন।