রাজ্যের খবর

নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তপ্ত ভাঙড়, পুলিশ-আইএসএফ কর্মী ধস্তাধস্তি

Heated brawl erupts in opposition to new Waqf law, police and ISF personnel clash

Truth Of Bengal: নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় সোমবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ওই দিন শিয়ালদহের রামলীলা ময়দানে আইএসএফ (ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট)-এর পক্ষ থেকে এক ওয়াকফ বিরোধী কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে যোগ দিতে রওনা দিয়েছিলেন আইএসএফ কর্মী ও সমর্থকরা। কিন্তু অভিযোগ, বাসন্তী হাইওয়ের ভোজেরহাটের কাছে তাঁদের পথ আটকে দেয় পুলিশ। আইএসএফ কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপরই শুরু হয় ধস্তাধস্তি।

দু’পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। বাসন্তী হাইওয়ের উপরেই শুরু হয় হাঙ্গামা। পুলিশ লাঠিচার্জ শুরু করে। তাতে এক আইএসএফ কর্মীর মাথা ফেটে যায় বলে অভিযোগ।

ঘটনার প্রতিবাদে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ কর্মীরা। এর ফলে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং যান চলাচলেও সমস্যা তৈরি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানা গেছে।

Related Articles