
Truth Of Bengal: পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতির অনুপস্থিতির জেরে মঙ্গলবারের পরিবর্তে বুধবার এই মামলা শুনবে শীর্ষ আদালত। আগামিকাল সকাল ১০.৩০ মিনিটে সুপ্রিম কোর্টে শুরু হবে আরজি কর মামলার শুনানি।
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি#SupremeCourt #RGKarProtest pic.twitter.com/QWBbuYrt0A
— TOB DIGITAL (@DigitalTob) November 5, 2024
জানা গিয়েছে, রাষ্ট্রপতির আমন্ত্রণে মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সে কারণেই এদিন স্থগিত হল আরজি কর মামলার শুনানি।
বিস্তারিত আসছে…