“ব্যবসায়ী, ঠিকাদারদের থেকে এখনও টাকা তোলেন তিনি”! শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক তাপসী
"He still extorts money from businessmen and contractors!" Taapsee lashes out at Suvendu

Truth of Bengal: হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল আবার দলবদল করলেন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই তিনি পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। নারীকল্যাণ দফতরের অধীনে একটি সংস্থার চেয়ারপার্সন করা হয়েছে তাঁকে। তৃণমূলে যোগদানের পরই তিনি বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারীকে নিয়ে।
তাপসী মণ্ডল দাবি করেছেন, শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন, তখনও হলদিয়া থেকে টাকা তুলতেন। তিনি বলেন, “হলদিয়ার ব্যবসায়ী, ঠিকাদারদের থেকে এখনও টাকা তোলেন তিনি।”
“ব্যবসায়ী, ঠিকাদারদের থেকে এখনও টাকা তোলেন তিনি”! শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক তাপসী pic.twitter.com/GtXgFKW2PS
— TOB DIGITAL (@DigitalTob) March 25, 2025
২০১৬ সালে তাপসী মণ্ডল সিপিএম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে হলদিয়া থেকে জয়ী হন। কিন্তু ২০২১ বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন এবং আবারও নির্বাচনে জেতেন। কিন্তু বিধানসভা ভোটের আর এক বছরের মধ্যেই তিনি তৃণমূলে ফিরে এলেন। ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেওয়ার তিন দিনের মধ্যেই তিনি WBDU-র চেয়ারম্যানের দায়িত্ব পান।
শুধু তাপসী মণ্ডলই নন, বিজেপির আরও এক নেতা সঞ্জয় গারুও ফিরে এসেছেন তৃণমূলে। তিনি পূর্ব মেদিনীপুরের রামনগরের বিজেপি নেতা ছিলেন।
এদিকে, এই দলবদলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “গড় গড়ই থাকে। লোকসভায় প্রমাণ করেছি, বিধানসভায় প্রমাণ করব।” শুভেন্দুর এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, তিনি আগামী বিধানসভা নির্বাচনে আরও শক্তিশালী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।
বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক দলবদলের পালা। হলদিয়ায় এই নতুন সমীকরণ আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।