রাজ্যের খবর
অভিনেতা দেব ও কালীপদ সোরেনের সমর্থনে ঘাটাল ও ঝাড়গ্রামে প্রচার সভা মুখ্যমন্ত্রীর
he chief minister's campaign meeting in Ghatal and Jhargram

The Truth of bengal: আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল লোকসভায় প্রচারসভা করবেন। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেতা দেব। ঘাটালের পর মমতা সভা করবেন ঝাড়গ্রামে। সেখানকার তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন। ২০১৯ সালে এই ঝাড়গ্রাম আসন জিতেছিল বিজেপি। এ বার প্রার্থী বদল করেছে তারা। বিজেপি প্রার্থী প্রনত টুডুর সঙ্গে লড়াই কালীপদের। ঘাটাল ও ঝাড়গ্রামে প্রচার সভা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল লোকসভায় প্রচারসভা করবেন।