রাজ্যের খবর

সেজে উঠেছে হরিশ্চন্দ্রপুরের ডিয়ার পার্ক, আরও আকর্ষণীয় করা হচ্ছে

Malda Deer Park 

The Truth of Bengal: নতুন রূপে সেজে উঠেছে হরিশ্চন্দ্রপুরের ডিয়ার পার্ক। এই পার্কটি মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন রূপে সেজে উঠেছে সেই ডিয়ার পার্ক। এখানে রয়েছে প্রায় ৩০টি হরিণ, বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি পাখি, খরগোশ। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য আছে নানা ধরনের খেলার সামগ্রী। পার্কের মধ্যে রয়েছে একটি পুকুর। সেখানে বোটিং করার সুব্যবস্থা রয়েছে। এত কিছু টানে মানুষ এখানে ভিড় করেন।

মূলত শিশুদের খেলা ঘোরার জন্য একেবারে আদর্শ জায়গা। এই পার্কের আশেপাশে জেলা ও জেলার বাইরে থেকে বহু মানুষ পিকনিক করতে আসেন। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মানুষ এখানে বেশি ভিড় করেন। তবে পার্কের মধ্যে কোনওরকম পিকনিক করা যায় না। দিনভর এখানে ঘোরা যায়। আগের থেকে এখন ভিড় বাড়ছে। তাই এই পার্কে আরও সুন্দর করে সাজানোর কাজ শুরু হয়েছে। দ্রুত সেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বারদুয়ারি পার্কে প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা। সারা বছর বহু মানুষ এখানে আসেন। তবে শীতের মরসুমে এখন ভিড় উপচে পড়ছে। নতুন করে এখানে একটি সেলফি জোন তৈরি করা হচ্ছে। যেখানে লেখা থাকবে আই লাভ ইউ হরিশ্চন্দ্রপুর ২। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য আরও বেশি করে খেলনা বসানো হচ্ছে। বিভিন্ন পশুদের বড় বড় মডেল তৈরি করা হবে পার্কের ভেতরে। পুকুরে আরও বেশি করে নৌকাবিহার করার জন্য বোটের ব্যবস্থা করা হচ্ছে।

Related Articles