রাজ্যের খবর

বাংলার মানুষদের হেনস্থা, উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে ফোন মমতার

Harassment of the people of Bengal called Mamata to the Chief Minister of Orissa

The Truth of Bengal: বাংলেদেশী সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ।রাজ্যের বাসিন্দাদের অবস্থা জানার পর উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে ফোন করেন মুখ্যমন্ত্রী। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী।

উড়িষ্যায় গিয়ে সমস্যায় পড়েছেন রাজ্যের বেশ কিছু পরিযায়ী শ্রমিক। বাংলাদেশের অশান্ত পরিবেশকে সামনে রেখে  এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের।অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা করা হয়। সেই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সঙ্গে টেলিফোনে কথা বলেন  মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে উড়িষ্যার মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। আগামী দিনে এই ধরণের ঘটনার পুণরাবৃত্তি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও দিয়েছেন প্রতিবেশী রাজ্যের প্রশাসনিক প্রধান।উল্লেখ্য, এই রাজ্যের বেশকিছু শ্রমিক ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যান। মুর্শিদাবাদ-মেদিনীপুর সহ বিভিন্ন জায়গা থেকে  শ্রমিকরা গিয়েছেন উড়িষ্যাতে।

কিন্তু কাজ করতে গিয়ে এভাবে বিভিন্ন জেলার মানুষ সমস্যার মুখে পড়ায় তা নিয়ে নবান্ন যে দুই রাজ্যের মধ্যে সেতুবন্ধন গড়ে সুরাহা করতে চায় তাও স্পষ্ট। এখন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী যে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে তার দিকে তাকিয়ে  পরিযায়ী শ্রমিকদের পরিবার। অশান্ত বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করছে এমন  সন্দেহে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হেনস্থার বিষয়টি নবান্ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।বলা যায়, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই নয়, ত্রিপুরা-আসাম এর ক্ষেত্রেও এমন অভিযোগ উঠেছে।

যদিও পশ্চিমবঙ্গ সরকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে কড়া নজর রেখেছে। বর্ডার সিকিউরিটি ফোর্স চেক পয়েন্ট গুলোতে নজরদারি বাড়িয়েছে। ইতিমধ্যেই অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে নবান্ন  থেকে বার্তা দেওয়া হয়েছে জেলা প্রশাসন গুলোতে।তারপরেও উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ মেলায় রাজ্য সরকারের অতীতের মতোই এবারও যে সক্রিয় রয়েছে তা বলাই যায়।

Related Articles