পুলিশ কর্মীকে হেনস্থা ও খুনের চেষ্টা, গ্রেফতার এক যুবক
Harassment and murder of police officers! A young man was arrested

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: কর্মরত পুলিশ কর্মীকে হেনস্তা ও খুনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ। ধৃত যুবকের নাম গুলসান দেবনাথ, বাড়ি নবদ্বীপ ব্লকের মাজদিয়া মাঠপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার নবদ্বীপ ব্লকের কলাতলা এলাকায় দুর্গা প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা চলছিল। সেই সময় ওই যুবক মদ্যপ অবস্থায় স্কুটি নিয়ে শোভা যাত্রার মধ্যে ঢুকে পড়ে।
এরপর তাঁকে বাধা দিতে গেলে কর্মরত পুলিশকর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়ে গুলশান। অভিযোগ, বচসা চলাকালীন পুলিশ কর্মীকে শারীরিক হেনস্থা করার অভিযোগ ওঠে গুলশনের বিরুদ্ধে। কর্মরত পুলিশ কর্মীকে শারীরিক হেনস্তা ও খুনের চেষ্টার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ।
বুধবার তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পেশ করে পুলিশ। জানাযায়ী ওই যুবক রাইফেল ফ্যাক্টরিতে কর্মরত ছিল আর দূর্গা পুজো উপলক্ষে ১৫ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন, এবং দু-একদিনের মধ্যেই ফের কর্মে যোগদান করার কথা ছিল তার বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় আরো তথ্য জানতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।