রাজ্যের খবর

প্রশাসনের উদ্যোগে শান্তিনিকেতনে শুরু হল হস্তশিল্প ও স্বরোজগার মেলা

Handicrafts and self-employment fair started in Shantiniketan under the initiative of the administration

The Truth Of Bengal : রাজ্য ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতরের উদ্যোগে শান্তিনিকেতন থানার অন্তর্গত প্রান্তিকে বিশ্ববাংলা শিল্পী হাটে শুরু হয়েছে আঞ্চলিক হস্তশিল্প তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলা। এই মেলা চলবে আগামী ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত । স্থানীয় সূত্রের খবর অনুযায়ী , এই মেলাতে প্রায় একশোরও বেশি স্টল বসানো হয়েছে ।

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দ্রনাথ সিনহা। পাশাপাশি উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ বোলপুর পৌরসভার পৌরমাতা পর্না ঘোষ প্রমুখ ব্যক্তিত্বরা। এই মেলা চলবে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত ।

এছাড়াও এই মেলাতে বিভিন্ন হস্তশিল্পের কাজ বিভিন্ন তাঁতবস্ত্র শিল্পের কাজ এছাড়া বিভিন্ন হাতের কাজ নিয়ে এই আঞ্চলিক হস্তশিল্প তাঁতবস্ত্র পাওয়া যাবে ।

Free Access

Related Articles