রাজ্যের খবর

সাতসকালে রামনবমীর মিছিলে অস্ত্রের ঝনঝনানি, সতর্ক পুলিশ

Gunfire heard during Ram Navami procession at 7am, police on alert

Truth Of Bengal: রামনবমীতে দিকে দিকে অস্ত্র হুঙ্কার। রামনবমীর মিছিলে অস্ত্র হাতে রাম ভক্তরা। অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন বা বিজেপির আয়োজিত কর্মসূচিতে এই অস্ত্র হুঙ্কার দেখা যায়। রবিবার সকাল সকাল অস্ত্র হাতে মিছিল বের করে হিন্দু জাগরণ মঞ্চ। বীরভূম জেলার সিউড়িতে এই মিছিল ঘিরে চাপা উত্তেজনা ছিল। মিছিলে দেখা যায় অধিকাংশ নাবালকের হাতে অস্ত্র।

ছোটরা অস্ত্র নিয়ে মিছিলে পা মেলান। অস্ত্রের ঝনঝনানি কাঁপিয়ে দেয় এলাকা।বিজেপির মদতে এই মিছিল বলে অভিযোগ। মিছিল ঘিরে এলাকায় টানটান উত্তেজনা ছড়ায়। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের তৎপরতা নজরে পড়ে।ছোটদের হাতে অস্ত্র, সরব বিভিন্ন মহল। একটি ধর্মীয় উৎসবের নামে এইভাবে ছোটদের হাতে অস্ত্র তুলে দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্ট জনেরা। তাদের মতে এর কু’প্রভাব ছড়িয়ে পড়বে শিশু মনে।

বীরভূমের পাশাপাশি সাত সকালে অস্ত্রের ঝনঝনানি দেখা গেল মালদা জেলাতেও। মালদার রামকৃষ্ণপল্লী ময়দান থেকে রামনবমী শোভাযাত্রা শুরু হয়। আর সেই শোভাযাত্রায় দেখা গেল অস্ত্রের আস্ফালন। সুকান্ত মোড়, ফুলবাড়ি মোড়, পাকুড়তলা মোড় হয়ে নেতাজি মোড়ে পৌঁছায়।  মিছিল ঘিরে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য সতর্ক পুলিশ প্রশাসন।

Related Articles