
The Truth of Bengal: সাত সকালে চা বাগানে হাতির দল দেখা গেল। মেটেলি ব্লকের জুরন্তি চা বাগানের ঘটনা। এমনিতেই শনিবার সকাল থেকে ছিল কুয়াশার দাপট। প্রাতভ্রমণকারীরা বেড়িয়েছিলেন, তারাই শাবক সহ হাতির দলটিকে দেখতে পান। এদিকে হাতির দল চা বাগানে ঢুকে পড়েছে এই খবর ছড়িয়ে পড়তেই অনেকে হাতি দেখতে ভিড় জমান।
অনেকে হাতির দলটির ছবি, ভিডিও তুলেন মোবাইলের ক্যামেরায়। হাতির দলটিকে চা বাগানের মাঝ দিয়ে চলে যাওয়া রাস্তা পারাপার করতেও দেখা যায়। জানা যায়, হাতির এই দলটি চাপড়ামারি জঙ্গল থেকে ইনডং চা বাগান হয়ে আইবিল মোড় দিয়ে যায় ঝুরন্তী চা বাগানের দামু লাইনে।
সেখান থেকে হাতির দলটি চলে যায় সংলগ্ন শাখাম জঙ্গলে। জানা যায় এই এলাকাটি হাতির পুরনো করিডোর। মাঝেমধ্যেই এই করিডোর দিয়েই হাতির দল যাতায়াত করে।খবর পেয়ে অবশ্য বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসে। তবে এদিন চা-বাগানের বেশ কিছু চা গাছেরও ক্ষতি করেছে হাতির দলটি বলে জানা যায়।