রাজ্যের খবর

কোচবিহার আদালতে উদ্ধার গ্রেনেড, চাঞ্চল্য এলাকায়

Grenade recovered in Cooch Behar court

Truth Of Bengal : কোচবিহার : গত মঙ্গলবার কোচবিহার আদালতের মালখানা থেকে সেনাবাহিনীর ব্যবহার করা একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছিল। মালখানায় ওই গ্রেনেড আদালতেরই কর্মীদের নজরে আসে। এদিন বৃহস্পতিবার সকালে তোর্সার বিসর্জন ঘাটে সেনার বোম্ব স্কোয়াডের আধিকারিকরা সেটি নিষ্ক্রিয় করেন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, আদালত চত্বরে মালখানায় মামলা সংক্রান্ত বিভিন্ন সামগ্রী মজুত করে রাখা থাকে। সেখানে কিছু নেশার সামগ্রী পরিষ্কার করতে গিয়ে মঙ্গলবার সেখানকার কর্মীরা গ্রেনেডটিকে দেখতে পান। এরপর জায়গাটি সিল করে দেওয়া হয়।

পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘বিন্নাগুড়ির সেনা আধিকারিকরা গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছেন।‘প্রসঙ্গত, প্রায় দেড় বছর ২০২৩ সালে ১২ ফেব্রুয়ারি কোচবিহার আদালতের সেই মালখানা থেকে একই সামগ্রী পাওয়া গিয়েছিল। সেইসময় সেনাদের উপস্থিতিতে সেই গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়। নিষ্ক্রিয় করার সময় বিকট আওয়াজে কেঁপে ওঠে চারিদিক। এবার পুণরায় সেই ঘটনা ঘটল।

Related Articles