রাজ্যের খবর
Trending

সরকারি প্রজেক্টের শ্রমিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ, চাঞ্চল্য শান্তিপুরে…

Govt project worker picked up and beaten up, chaos in Shantipur

The Truth Of Bengal: গভীর রাতে সরকারি প্রজেক্টের কারখানায় ঢুকে এক যুবককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কে অন্যান্য কর্মরত শ্রমিকরা। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর থানার কৃষ্ণ কালিতলা এলাকার।

কারখানার শ্রমিক প্রহ্লাদ বিশ্বাসের দাবি, গতকাল রাত প্রায় একটা নাগাদ হঠাৎ দুই দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে কারখানায় ঢুকে পড়ে, এরপর বিপ্লব দাস নামে এক যুবককে জোরপূর্বক কারখানা থেকে টেনে বাইরে নিয়ে যায়। তারপরে ধারালো অস্ত্র দিয়ে তাকে একাধিক বার আঘাত করতে থাকে, ছুটে যেতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। সাথে সাথেই আহত বিপ্লব দাসকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আজও গুরুতর আহত অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন বিপ্লব দাস। যদিও দুষ্কৃতীদের কারখানায় ঢুকে পড়ার ঘটনা, উঠে আসে সিসি ক্যামেরায়।

তবে এই ঘটনায় কারখানায় কাজ করতে যেতে ভয় পাচ্ছেন অন্যান্য সমিকরা। কারখানার মালিক দীপায়ন দাস বলেন, তার কারখানায় সরকারি প্রজেক্টের স্কুলের ড্রেস তৈরি হয়, আর শ্রমিক রয়েছেন বেশ কয়েকজন, কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি।

এক দুষ্কৃতীকে তারা চিহ্নিত করতে পেরেছেন। অন্যদিকে দুষ্কৃতী হামলার ঘটনায় বুধবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

Free Access

Related Articles