
Truth Of Bengal: ভারত নেপাল সীমান্ত পরিদর্শনে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের পানিটাঙ্কির ভারত নেপাল সীমান্তে তিনি গেলেন। এদিন সকালে প্রথমে সড়ক পথে রানিডাঙ্গার এসএসবি ক্যাম্প থেকে পানিটাঙ্কির ভারত নেপাল সীমান্তে আসেন। তারপর টোটোতে করে সীমান্ত এলাকা পরিদর্শনে গেলেন সিভি আনন্দ বোস।
এদিন গোটা সীমান্ত এলাকা ঘুরে দেখলেন রাজ্যপাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিভি আনন্দ বোস জানিয়েছেন, ভারত-নেপাল সীমান্তে এসএসবি তথা সীমান্ত নিরাপত্তা বাহিনী তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে যাতে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা যায়। ভারত এবং নেপাল দুই দেশের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে আসছে।
শুধু তাই নয় রাজ্যপাল আরও জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকার বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের কাজ করছে। এসব প্রকল্পের মাধ্যমে শুধু সীমান্ত এলাকার উন্নয়ন হচ্ছে না, পাশাপাশি দেশের নিরাপত্তাও আরও দৃঢ় হচ্ছে। এদিন সীমান্ত এলাকা পরিদর্শনের পরেই সিভি আনন্দ বোস সেখান থেকে সোজা চলে আসেন আমার গ্রাম প্রজেক্ট অনুষ্ঠানে যোগ দিতে।