
The Truth of Bengal: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক সরকারি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম দীনেশ সাহা। তিনি রায়গঞ্জের তুলসীপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে দীনেশ সাহা তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুষ্কৃতীরা তার ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় দীনেশ সাহা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা, দীনেশ সাহার সঙ্গে কোনো পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।