কৃষকবন্ধু প্রকল্পে সুখবর, ২৪-২৫ রবি মরসুমে দেওয়া হবে আরও সহায়তা
Good news for farmer friends, more assistance will be provided in the 24-25 Rabi season

Truth Of Bengal: বৃহস্পতিবার নবান্নে সংবাদিক বৈঠকে একাধিক বিষয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে তিনি জানান, ২৪-২৫ রবি মরসুমের জন্য নতুন প্রকল্পে এক কোটি ৮ লক্ষ ৯৫ হাজার কৃষককে মোট ২০০০৯৪৩ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা হল। এই টাকা শুক্রবার থেকে টাকা ছাড়া শুরু হবে তিনি জানিয়েছেন তিনি।
এই বছরই রাজ্যের তরফ থেকে কৃষকবন্ধুদের ৫৮০০ কোটি টাকা সহায়তা করা হয়েছে। আর এই সমস্ত টাকাটাই রাজ্য সরকারের নিজের, কেন্দ্রের নয়। কৃষকরা মারা গেলেও যে এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরন দেওয়ার কথাও রেখেছে সরকার, সে কথাও জানিয়েছে মুখ্যমন্ত্রী।
শস্য বীমা প্রকল্প রাজ্যের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ২২১ কোটি টাকার সহায়তা প্রদান করা হবে। ‘দানা’ প্রমুখ প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্থ হওয়া চাষিদের শনাক্ত করা হয়েছে সার্ভের মধ্য দিয়ে। ডিসেম্বর মাসের মধ্যেই তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।