স্বর্ণ ব্যবসায়ীরা দল বেঁধে নৈহাটি থানায়, ভোটের রেজাল্টের আগের দিন কী এমন ঘটল?
Gold traders ganged up at Naihati police station, what happened the day before the election results?

The Truth Of Bengal : নৈহাটির স্বর্ণ ব্যবসায়ী সংগঠন থেকে দুষ্কৃতীদের গ্রেপ্তারের করার আর্জি জানিয়ে নৈহাটি থানায় ডেপুটেশন।
গতকাল নৈহাটির ১ নম্বর বিজয়নগর এলাকায় ভর দুপুরে প্রকাশ্য দিবালোকে রাস্তায় স্বর্ণ ব্যবসায়ীকে রিভালবারের ব্যাট দিয়ে মারধর করে। সঙ্গে স্বর্ণালংকার সহ কিছু দরকারি কাগজপত্র নিয়ে চম্পট দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় যথেষ্ট এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। আজ স্বর্ণ ব্যবসায়ী সংগঠন থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আর্জি জানিয়ে নৈহাটি থানায় ডেপুটেশন দেয়। ডেপুটেশন দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতিরকার্যকরী সভাপতি উজ্জল কর্মকার জানান ,”প্রশাসনকে ৭২ ঘণ্টার মধ্যে এই ঘটনা কিনারা করার আবেদন জানানো হয়েছে”। তার পাশাপাশি তিনি আরোও জানান আগামী শুক্রবার আবার পুনরায় নৈহাটি থানায় আসবেন, যদি এই ঘটনার কিনারা না হয় ।