রাজ্যের খবর

পুলিস-অফিসারের স্ত্রীর গলা থেকে ছিন্তাই সোনার হার

Gold necklace stolen from police officer's wife

Truth Of Bengal: প্রাক্তন পুলিশ আধিকারিকের বাড়ি থেকে তার সত্তরোর্ধ্ব স্ত্রীর গলার সোনার হার ছিঁড়ে নিয়ে পালালো দুষ্কৃতীরা, ধাওয়া করতেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। আজ কীর্ণাহার হাইস্কুল সংলগ্ন স্থানে ঘটলো এই ঘটনা। উল্লেখ্য প্রাক্তন পুলিশ আধিকারিক অজিত পালের স্ত্রী বাড়ির দুয়ারে বসেছিলেন। ঠিক তখনই মোটরসাইকেলে এসে কথা বলার ছলে কাছে গিয়ে দুষ্কৃতীরা তার গলা থেকে সোনার চেন ছিঁড়ে নিয়ে পালায়।

এদিকে তিনি চিৎকার করতেই হাজির হয় বৃদ্ধার ছেলে ও স্থানীয়রা, এরপরেই মোটরসাইকেল নিয়ে দুষ্কৃতীদের ধাওয়া করতেই রীতিমতো আগ্নেয়াস্ত্র দেখিয়ে রুখে দেয় তাদের, এমনটাই জানিয়েছেন ছেলে সুকেশ পাল।

সম্প্রতি কীর্ণাহার এলাকায় চুরির ঘটনা সামনে এসেছে বেশ কয়েকবার, যার মধ্যে ওই হাইস্কুল এলাকাতেই দিনে দুপুরে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল গত ২৫ শে জুন। তারপরে আবারো সেই হাই স্কুল বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানেই এহেন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এলাকায়। এদিকে ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। প্রশাসনের তরফে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।