রাজ্যের খবর

চোরাচালান করার আগেই বিএসএফের জালে চড়াকারবারিরা,উদ্ধার লক্ষাধিক টাকার সোনা ও রূপো

Gold and silver worth Rs 1 lakh seized by smugglers

Truth Of Bengal: পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আবারও সোনা ও রূপো পাচারের চেষ্টা রুখে দিলো বিএসএফ জওয়ানরা । বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে পাচারের চেষ্টা করার সময় দুই চোরাকারবারীকে আটক করেছে বিএসএফ। উদ্ধারকৃত সোনা ও রুপোর আনুমানিক মূল্য প্রায় ১৩ লক্ষ ৯৫ হাজার ৫৭১ টাকা।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ১৯৪ ব্যাটালিয়ন বিএসএফের জওয়ানরা বাংলাদেশ থেকে ভারতে সম্ভাব্য সোনা পাচারের তথ্য পান। এই তথ্যের ভিত্তিতে, জওয়ানরা নদীয়ার মাজদিয়া এবং নালুপুর গ্রামে দুটি সম্ভাব্য স্থানে একটি বিশেষ নাকা চেকপোস্ট স্থাপন করে। তল্লাশির সময়, জওয়ানরা সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করে এবং তার মানিব্যাগ থেকে ১টি সোনার বার উদ্ধার করে। জওয়ানরা তাৎক্ষণিকভাবে তাকে ধরে পুট্টিখালী সীমান্ত ফাঁড়িতে নিয়ে যান।

জিজ্ঞাসাবাদের সময়, চোরাকারবারীরা স্বীকার করে যে সে পুট্টিখালী গ্রামের বাসিন্দা এবং চোরাকারবারীদের হয়ে কাজ করে। কৃষ্ণগঞ্জ সেতুর কাছে এক অজ্ঞাত ব্যক্তির কাছে এই সোনার বারটি হস্তান্তর করতে যাচ্ছিল যার বিনিময়ে  ৫০০ টাকা পেতেন। তবে বিএসএফ জওয়ানদের সতর্কতা এবং দ্রুত পদক্ষেপের কারণে, তার পরিকল্পনা ব্যর্থ হয় এবং ঘটনাস্থলেই হাতেনাতে ধরা পড়ে। ১১৬ গ্রাম সোনার বার এবং ৭.১ কেজি রূপা বাজেয়াপ্ত করা হয়ছে।

Related Articles