গণতন্ত্রের উৎসবের আগে আবার পথে ‘গোলাপ সুন্দরী’, ভোট দেওয়ার আহ্বান শিক্ষকের
Golap Sundari is on the way again before the festival of democracy

The Truth of Bengal: গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব লোকসভা নির্বাচনে অংশ নিক মানুষ, দেশের সরকার নির্বাচনে সবার সমান অংশগ্রহণ থাকুক। এই বার্তা দিতে পথে পথে ঘুরছেন এক শিক্ষক। বহুরূপী ওই শিক্ষক ‘গোলাপ সুন্দরী’ নামে পরিচিত। ছড়ার মাধ্যমে নিজস্ব আঙ্গিকে তিনি গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবের মাহাত্ম্য বোঝাচ্ছেন মানুষকে।
পায়ে ঘুঙুর, হাতে ব্যানার, পরনে ঘাগরা, মুখে ছড়া। জনগণকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পথে পথে ঘুরছেন। বহুরূপী গোলাপ সুন্দরী নামেই নিজেকে পরিচয় দেন শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। হুগলির খানাকুল মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিসবাবু। সমাজ সচেতনমূলক কাজে নিজেকে যুক্ত করেছেন বহু বছর আগে। করোনার সময় মানুষকে মাস্ক পরতে আবেদন করা থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা হোক বা ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার। বাল্যবিবাহ রোধে তাঁর প্রচার প্রশংসাযোগ্য। সচেতনতার বার্তা নিয়ে হেঁটে কখনও তিনি হুগলি থেকে পৌঁছে গিয়েছেন অযোধ্যা, কখনও আবার দিল্লি। তাঁর পথচলা থামেনি। এবার লোকসভা নির্বাচনে শামিল হতে সব মানুষের কাছে আবেদন করছেন তিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোস্টার-ব্যানার লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়। বেশি বেশি করে মানুষ এই গণতন্ত্রের উৎসবে শামিল হোক–এটাই চাইছে নির্বাচন কমিশন। দেবাশিসবাবু সেই বার্তাই দিচ্ছেন পথে নেমে। তাঁকে গোলাপ সুন্দরী বেশে দেখে পথচলতি মানুষ দাঁড়িয়ে পড়ছেন। হুগলি জেলা সদর চুঁচুড়ায় দেখা মিলল সেই গোলাপ সুন্দরীর। রূপনগর মাঠে বসেছে সোনাঝুরি হাট। সেই হাটে পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন জেলা থেকে আসা হস্তশিল্পীরা। ছড়ার মাধ্যমে হাটে ক্রেতা-বিক্রেতাদের ভোটদানে উৎসাহী করতে দেখা গেল তাঁকে। কেন তাঁর এই প্রয়াস? এই সম্পর্কে তিনি জানান, দেশের সরকার তৈরির এই গণতান্ত্রিক উৎসবে সবাই অংশগ্রহণ করুক।
যার যাকে পছন্দ তাকে ভোট দিক সাধারণ মানুষ। আগামী দিনে যারা সাংসদ নির্বাচিত হবেন তারা দেশের মানুষের কাজ করবেন। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের কেন্দ্রীয় বাহিনী ও মোতায়ন থাকছে এবার। গণতন্ত্রের উৎসবে অংশ নিয়ে নির্ভয়ে নিজের ভোট নিজে দেওয়ার আবেদন জানিয়ে বহুরূপী সেজে পথে পথে ঘুরছেন শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়।