ঘুরতে যাওয়াই হল কাল, পাহাড় থেকে পড়ে মৃত্যু নাবালকের
Going for a walk is the future, a minor dies after falling from a mountain

Truth Of Bengal: ছুটির দিনে পাহাড়ে ঘুরতে গিয়ে প্রাণ হারাল এক নাবালক। পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় হরিহরপাড়ার ওই নাবালকের। প্রায় চার মাস আগে শিলিগুড়িতে কাজে গিয়েছিল রমনা এলাকার প্রায় ২০ জন। সেখানে তারা জল ট্যাংকের কাজ করতো।
শনিবার ছুটির দিন ছিল তাঁদের। ছুটির দিনে শিলিগুড়ি থেকে পাহাড়ে ঘুরতে গিয়েছিল। সেখানে অনেক ঘোরাঘুরি করার পর পাহাড় থেকে নামার সময় পা পিছলে একেবারে নিচে পড়ে যায় আলাহিম শেখ নামক ওই নাবালক। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।
নাবালকের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রমনা মাঝপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, শিলিগুড়িতে বেশ কয়েক মাসে ধরে পাহাড়ে জল ট্যাংকের কাজ করত আলামিন শেখ। দুর্ঘটনার খবর হরিহরপাড়ার রমনা মাঝপাড়ার বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনরা।