রাজ্যের খবর

ইতিহাসের স্মৃতি বাঁচিয়ে রাখার দাবি! গুরুত্বের নিরিখে হেরিটেজ ঘোষণা

Gobordanga Heritage Places

The Truth of Bengal: উত্তর ২৪ পরগনার গোবরডাঙার নাম জড়িয়ে আছে ইতিহাসের সঙ্গে। গোটা জেলায় যেমন একাধিক ঐতিহাসিক জায়গা আছে, তেমনই বেশ কয়েকটি জায়গা আছে গোবরডাঙায়। সেইসব জায়গার ঐতিহাসিক গুরুত্ব কম নয়। ইতিমধ্যে গোবরডাঙার মোট পাঁচটি স্থানকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। তবে বেশ কয়েকটি এমন স্থান রয়েছে, যেগুলি এখনও পর্যন্ত হেরিটেজ ঘোষণা করা হয়নি। ওই জায়গাগুলির ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে এবার হেরিটেজ ঘোষণার দাবি উঠেছে।

গোবরডাঙার প্রসন্নময়ী কালীবাড়ি এবং কালীবাড়ি সংলগ্ন নহবধখানা ও সিংহ দুয়ার, খাটুরা উচ্চ বিদ্যালয় এবং খাটুরাতে শ্রীশচন্দ্র বিদ্যারত্নের প্রতিষ্ঠিত জোড়া শিবমন্দির– এই পাঁচটি স্থানকে রাজ্য হেরিটেজ কমিশন হেরিটেজ ঘোষণা করেছে আগেই। এমন স্বীকৃতি পাওয়ায় খুশি গোটা গোবরডাঙার বাসিন্দারা। ইতিহাস নিয়ে চর্চা করেন এমন ব্যক্তিদের পাশাপাশি গোবরডাঙার সাধারণ মানুষ দাবি তুলেছেন সেইসব জায়গাগুলিকেও হেরিটেজ তালিকাভুক্ত করা হোক। কারণ হেরিটেজ ঘোষণা হলে সরকারি ভাবে তার রক্ষণাবেক্ষণ করা হবে। সেই জন্য ওই ঐতিহাসিক জায়গাগুলিকে দ্রুত হেরিটেজ ঘোষণার দাবি উঠেছে।

গোবরডাঙাতে রয়েছে জমিদার বাড়ি এবং সূর্য ঘড়ি। পাশাপাশি গোবরডাঙাতেই স্বাধীনতার পরে শহিদদের উদ্দেশ্যে প্রথম বেদি নির্মাণ করা হয়েছিল। সেই জমিদার বাড়ি এবং সূর্য ঘড়ি এবং শহিদ বেদিটিকেও হেরিটেজ ঘোষণার দাবি তুলছেন গোবরডাঙার বাসিন্দারা। ইতিহাসের ছোঁয়া পেতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থকে বহু মানুষ আসেন গোবরডাঙায়। ইতিহাসের সেই স্মৃতি বাঁচিয়ে রাখতে বাকি জায়গাগুলি হেরিটেজ ঘোষণার দাবি উঠেছে।

Related Articles