রাজ্যের খবর

ফের অধীরকে দেখে গো ব্যাক স্লোগান, দেখুন সেই ভাইরাল ভিডিও

Go back slogan after seeing Adhir again, watch that viral video

The Truth Of Bengal :  সোমবার অধীর চৌধুরী তার কনভয় নিয়ে কামনগর এলাকায় রওনা দিয়েছিলেন। ঠিক কামনগর শক্তিপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ অধীর চৌধুরী ও তাঁর  কনভয়কে দেখে সাটুই চৌরীগাছা গ্রাম পঞ্চায়েত বাসাবাড়ি এলাকার বাসিন্দারা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন।

প্রসঙ্গত এটাই প্রথমবার নয় এর আগেও একাধিকবার তাঁকে এহেন স্লোগান শুনতে হয়েছে। এর আগে একবার তাঁকে রাস্তা দিয়ে হাঁটতে দেখে গো ব্যাক স্লোগান দিয়েছিল তৃণমূল কংগ্রেস এর কর্মী সমর্থকেরা। সেই সময় নিজের মেজাজ হারিয়ে এক তৃণমূল কর্মীকে মারতে উদ্যত হয়েছিলেন তিনি। এই নিয়ে শুরু হয়েছিল নানান রাজনৈতিক চাপানোতোর।

যে মুর্শিদাবাদ অধীরের গড় নামে অতি পরিচিত। সেখানে অধীরকে হারানো রীতিমত বড় চ্যালেঞ্জ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। তাঁর এলাকায় বহুবার জিতে এসেছেন তিনি। এবার সেই স্থানে তাঁর বিরুদ্ধে স্লোগান বড় ধাক্কা হয়ে উঠেছে তাঁর কাছে।

 

Related Articles