
Truth Of Bengal: গরম পড়তে না পড়তেই ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে কিং কোবরার উদ্ধারের ঘটনা ঘটছে। শনিবার আবারও ডুয়ার্সের মাটিয়ালী ব্লকের বড়োদিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশনের চা বাগান থেকে একটি বিশালাকার কিং কোবরা সাপ উদ্ধার হল।
চা বাগান থেকে উদ্ধার বিশালাকার কিং কোবরা pic.twitter.com/37ayGVW7sE
— TOB DIGITAL (@DigitalTob) April 19, 2025
জানা যায়, এদিন শ্রমিকরা কাজ করছিলেন। সেই মুহূর্তে একটি কিং কোবরা দেখতে পান তারা। এরপর তারা খবর দেয় খুনিয়া স্কোয়াড ও সর্পপ্রেমী যুবক দিবস রাইকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা।
এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় সর্পপ্রেমী দিবস রাই কিং কোবরাটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেন। এরপরেই আতঙ্ক মুক্ত হন শ্রমিকরা। আরও জানা যায়, কিং কোবরাটি লম্বায় প্রায় ১৫ ফিট হবে। এদিনই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দফতর সূত্রে জানা গেছে।