কেশপুরের কলাগ্রামে বন্যা পরিদর্শনে ঘাটালের সাংসদ দীপক অধিকারী
Ghatal MP Deepak Adhikari inspects floods in Keshpur's Kalagram

Truth Of Bengal: বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দীর্ঘ তিন দিন শুরু হয়েছে বৃষ্টি! অতিবৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও কেশপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সোমবার বিকেলে কেশপুরের জলমগ্ন এলাকা পরিদর্শনে আসেন ঘাটালের সাংসদ তথা কেশপুরের ভূমিপত্র দীপক অধিকারী।
কেশপুরের কলাগ্রামে বন্যা পরিদর্শনে ঘাটালের সাংসদ দীপক অধিকারী pic.twitter.com/DntrSfCJPM
— TOB DIGITAL (@DigitalTob) September 16, 2024
কেশপুরের ব্লকের ১২ নম্বর অঞ্চলের হাজীচক ও ১১ নম্বর অঞ্চলের কলাগ্রাম এর জলমগ্ন এলাকা পরিদর্শন করেন দেব। কথা বলে না সাধারণ মানুষের সাথে। জানতে চান কি কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রাকৃতিক নিয়মে অতিবৃষ্টির ফলেই বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গেছে। আমি ততক্ষণাত এসেছি, পুরো এলাকা পরিদর্শন করে প্রশাসনিক স্তর রিপোর্ট দেবো।
যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে মানুষদের সাহায্যের ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি বলেন বিভিন্ন এলাকায় ঘর বাড়িও ভেঙে পড়ছে, রাস্তা ধসে যাচ্ছে এ ধরনের খবরও আসছে আমাদের কাছে। আমি প্রশাসনকে বলবো খোজ নিয়ে তার দ্রুত তালিকা বানিয়ে সরকারের কাছে পাঠাতে। রাজ্য সরকার এবং আমি সাংসদ হিসেবে সাধারণ মানুষের সব সময় পাশে রয়েছি। আমরা চাইবো এর থেকে দ্রুত মানুষ সাভাবিক পরিবেশে ফিরে আসবে। কেশপুরের পাশাপাশি ঘাটালের বেশ কিছু জায়গায় তিনি যাবেন, এলাকা পরিদর্শন করবেন।
সবশেষে ঘাটাল একটি প্রশাসনিক বৈঠক রয়েছে তার। প্রশাসনিক বৈঠকে ঘাটাল লোকসভার অন্তর্গত প্রত্যেকটি বিধানসভায় খোঁজখবর নিয়ে পর্যালোচনা বৈঠক হবে বন্যা সংক্রান্ত। ঘাটাল মাস্টার প্ল্যান না হলেও কিভাবে এই জলকে অতি দ্রুত নামিয়ে, এলাকার মানুষের বসবাস ও চলাচলের উপযোগী করা যাবে, সে বিষয়ে প্রশাসনকে পদক্ষেপ নিতে বলবো।