ঘাটালের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিলি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির
Ghatal Master Plan Implementation Struggle Committee provides relief to flood affected areas of Ghatal

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: ঘাটাল মহকুমার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটিকে দেখা যায় সারা বছরই আন্দোলনের ময়দানে। সেই কমিটির উদ্যোগে বন্যা দুর্গত এলাকার ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে আজ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়কের নেতৃত্বে ৫ জনের এক প্রতিনিধি দল ঘাটাল ব্লকের অজবনগর ১ ও ২, দেওয়ানচক-১ গ্রাম পঞ্চায়েতের ঘোলা, আনন্দপুর, সুন্দরপুর, জয়নগর, ব্যাংরাল, মোহনচক, মহারাজপুর সহ কয়েকটি গ্রামে যান।
দলে অন্যরা যারা ছিলেন, নাড়ুগোপাল দোলই, সুব্রত মাজী, তন্ময় মাইতি, রবীন ভৌমিক প্রমুখ। নেতৃবৃন্দরা বানভাসি মানুষদের সাথে কথাবার্তা বলেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আর জি করের নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে গঠিত ঘাটালের নাগরিক সমাজ ও মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির উদ্যোগে ত্রান সামগ্রী সংগৃহীত হয়েছে বলে জানা গেছে।
নারায়ণবাবু জানান, বিধ্বংসী বন্যার ছ’দিন পরও আজও রাস্তাতে কোমর সমান জল। হাজার হাজার বানভাসি মানুষ চরম দুর্দশার মধ্যে দিন গুজরাণ করতে বাধ্য হচ্ছেন। সরকারি ত্রাণ দুর্গত মানুষজনদের প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। বন্যা দুর্গত এলাকার দ্রুত জল নিকাশী সহ আর কোন টালবাহানা না করে বর্ষার পরেই মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ শুরু করা ও ক্ষতিগ্রস্ত বানভাসিদের উপযুক্ত ত্রাণ, আর্থিক অনুদান দেওয়ার দাবিতে আগামী ২৬ শে সেপ্টেম্বর বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে নারায়ণবাবু ঘোষনা করেন।