বিমানে উঠেই সাধের বিড়িতে টান! গ্রেফতার নদিয়ার যুবক
Get on the plane! Nadia youth arrested

Truth of Bengal: সুরাট বিমানবন্দরে এক অবাক করা ঘটনা ঘটেছে। কলকাতা ফেরার পথে বিমানের শৌচালয়ে বিড়ি টানতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন নদিয়ার বাসিন্দা অশোক বিশ্বাস। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে অর্ধেক পোড়া বিড়ি ও একটি দেশলাই বাক্স।
বৃহস্পতিবার বিকেলে সুরাট থেকে জয়পুর হয়ে কলকাতা যাওয়ার জন্য বিমানে ওঠেন অশোক। নির্ধারিত সময় বিকেল ৪টে ৩৫-এ বিমান ছাড়ার কথা থাকলেও, প্রযুক্তিগত সমস্যার কারণে দেরি হয়। এই ফাঁকে নেশার টানে শৌচালয়ে গিয়ে বিড়ি ধরান তিনি। কিছুক্ষণের মধ্যেই বিমানের ভেতর ছড়িয়ে পড়ে ধোঁয়ার গন্ধ। বিমানকর্মীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত পদক্ষেপ নেন। খবর দেওয়া হয় নিরাপত্তারক্ষীদের। এরপরই শৌচালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দরের নিরাপত্তা এত কঠোর হওয়া সত্ত্বেও কীভাবে বিড়ি ও দেশলাই নিয়ে তিনি বিমানে উঠলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে। অশোক বিশ্বাসের বিরুদ্ধে যাত্রী নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিমানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে কঠোরভাবে দমন করা হবে।