রাজ্যের খবর
কোপ পড়ল সৌম্যের পদে, আরও কী করল কমিশন জানুন
Get angry at Soumya's post, know what else the commission did

The Truth Of Bengal : ভোটের বিধি লাগু হওয়ার পর পুলিশ-প্রশাসনে রদবদল অব্যাহত রয়েছে। নির্বাচনী বিধি কার্যকর হওয়ার পর সরিয়ে দেওয়া হয় একাধিক পুলিশ-প্রশাসনের কর্তাকে। রাজ্য পুলিশের ডিজি বদলের পর লোকসভা ভোটের আগে রাজ্যের চার জেলাশাসককে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূমের জেলাশাসকদের অপসারিত করা হয়। এবার নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ সৌম্য রায়কে।
তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের স্বামী। কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এবিষয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্দেশে জানানো হয়েছে, অবিলম্বে আইপিএস সৌম্যকে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম বিভাগের ডিসিপি পদ থেকে সরিয়ে নির্বাচন সংক্রান্ত নয় এমন পদে রাখতে হবে।