রাজ্যের খবর

মুর্শিদাবাদের গ্রামীণ হাসপাতাল চত্বর জুড়ে আবর্জনা, ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর

Garbage all over Murshidabad rural hospital premises, locals express anger

Truth Of Bengal: হাসপাতাল চত্বর ভর্তি নোংরা- আবর্জনায়। এমনই অবস্থা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা কানা পুকুর গ্রামীণ হাসপাতালের। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ওই এলাকার জনসাধারণ।

কিছুদিন আগেই হাসপাতাল চত্বর পরিদর্শন করে গিয়েছিলেন ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। কিন্তু তারপরেও কোনো সুরাহা মেলেনি। এমনটাই অভিযোগ ওই এলাকার মানুষের।

রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার জনসাধারণকে পরিষেবা দিতে বদ্ধপরিকর। অথচ ক্রমাগত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন জনসাধারণেরা। জনসাধারণের অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রতিনিধি পরিদর্শনে আসেন। হাসপাতাল পরিদর্শনে আসা হয়, কিন্তু কাজের কাজ কোনো কিছুই হয় না। অনেক কে দেখেছি আসতে যেতে, কিন্তু যে উদ্দেশ্যে আসা-যাওয়া করে, কেন কাজ হয় না সেটা বলতে পারবো না। আমরা চাই হসপিটালের নোংরা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন হোক স্বাস্থ্যকর পরিবেশ স্বাস্থ্যকারের মতো হয়ে উঠুক। এমনই দাবি জানিয়েছেন সাধারণ মানুষেরা।

Related Articles