রাজ্যের খবর
Trending

বড় সাফল্য পুলিশের, এগরায় পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার লক্ষ লক্ষ টাকার গাঁজা

Ganja worth lakhs of rupees recovered in Egra police check

The Truth Of Bengal : এগরা থানার পুলিশের বড়ো সাফল্য তরমুজ ভর্তি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার গাঁজা। তরমুজ ভর্তি গাড়ি প্রথমে দেখলেই যেকেউই ভাববেন কোনো ফল বা সবজি বোঝাই গাড়ি কিন্তু তরমুজ এর ভেতরে ওটা কি যা দেখে চক্ষু চড়কগাছ এগরা থানার পুলিশের। লোকসভা ভোট ঘোষণা হওয়ার পরেই চারিদিকে চলছে  নাকা চেকিং। কিন্তু সেই নাকা চেকিং কে ফাঁকি দিয়ে গাঁজা পাচার করার চেষ্টা ।

তরমুজ ভর্তি  পিকআপ ভ্যানের ভিতরেই কয়েক লক্ষ টাকার গাঁজা পাচার হচ্ছিল যা দেখে চক্ষু চরখগাছ পুলিশের। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে  পিকআপ ভ্যানের থাকা তরমুজ গাড়িকে আটক করে। পিকআপ ভ্যানে থাকা তরমুজ গাড়ির অভিযুক্ত গাড়ি চালককে আটক করে এগরা থানার পুলিশ ।

এ বিষয়ে এগরা এসডিপিও দেবীদয়াল কুন্ডু জানিয়েছেন, গাঁজা পাচার হচ্ছিল  পিকআপ ভ্যানে ।  ৫১ টি গাঁজা প্যাকেট উদ্ধার করা হয়েছে ।এক কুইন্টাল দু কিলো গাজা উদ্ধার হয়েছে।তার মূল্য প্রায় আনুমানিক নগদ কয়েক লক্ষ টাকা এমনটাই জানিয়েছেন এগরারএসডিপিও।

 

FREE ACCESS

Related Articles