রাজ্যের খবর

বিলাসবহুল ক্রুজে নিমেষে গঙ্গাসাগর, মসৃণ পরিষেবা পেয়ে খুশি যাত্রীরা

Gangasagar cruise

The Truth of Bengal: গঙ্গাসাগর মেলার আসন্ন।  জোরকদমে মেলার প্রস্তুতি চালাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। মেলা শুরুর আগে পুণ্যার্থীদের জন্য রয়েছে সুখবর। গঙ্গাসাগর মেলার আগেই উদ্বোধন হল ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়া পর্যন্ত বিলাসবহুল ক্রুজ পরিষেবা। এবার নদীপথে গঙ্গাসাগর যাওয়া অনেকটাই সহজ হবে পুণ্যার্থীদের কাছে।অনেক আগেই শুরু হয়েছিল এই বিলাসবহুল ক্রুজ পরিষেবার ট্রায়াল রান। বুধবার থেকে ডায়মন্ড হারবার পুরসভা ও একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে এই পরিষেবার উদ্বোধন করা হয়।

গঙ্গাসাগর মেলা উপলক্ষে বর্তমানে সপ্তাহে ৭ দিনই এই ক্রুজ পরিষেবা পাওয়া যাবে ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় ক্রুজটি ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়ার উদ্দেশে ছাড়বে। তবে গঙ্গাসাগর মেলার দিনগুলিতে ১৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি সকাল সাড়ে আটটা থেকে ৪ ঘণ্টা অন্তর দিনে ৩ বার এই পরিষেবা পাওয়া যাবে। অন্যান্য সময়ের থেকে ভাড়া একটু বেশি থাকবে গঙ্গাসাগর মেলার সময়। একপিঠের ভাড়া ১৬০০ টাকা এবং যাওয়া-আসা টিকিট একসঙ্গে কাটলে ৩ হাজার টাকা লাগবে।

ডায়মন্ড ঘারবার থেকে ক্রুজ সূচনার প্রথমদিন বেশ ভাল ভিড় হয়েছিল। সবরকম পরিষেবা সহ নদীবক্ষে ভেসে এবার গঙ্গাসাগর পৌঁছে যাওয়ার সুযোগ পেয়ে খুশি সাধারণ মানুষের পাশাপাশি পুণ্যার্থীরা। গঙ্গাসাগর মেলার ৪টি দিন বাদে ক্রুজের টিকিটের মূল্য প্রিমিয়াম শ্রেণির জন্য ৬৩০ ও ইকোনমি শ্রেণির জন্য ৫৩০ টাকা। ক্রুজ পরিষেবার টিকিট অনলাইনে সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। অনেক কম সময়ে অনেক কম খরচে এবার গঙ্গাসাগর যাত্রা ডায়মন্ডহারবার থেকে। গঙ্গাসাগর মেলার আগে এই পরিষেবা চালু হওয়ায় খুশি পুণ্যার্থীরা।

Related Articles