রাজ্যের খবর

নদীগর্ভে সর্বস্ব! স্থানীয়দের পাশে পঞ্চায়েত

Gadhadhar River Erosion

The Truth of Bengal:  কৃষিজমি গিলে খেয়েছে রাক্ষুসে গদাধর নদী। এখন নদী থেকে ৫০মিটার দূরে রয়েছে রাজ্য সড়ক। যেকোনও সময় নদীগর্ভে চলে যেতে পারে চলাচলের রাস্তা। তাই সবহারানোর আশঙ্কায় তুফানগঞ্জের দেওচরাইয়ের সন্তোষপুরের বাসিন্দারা। রেহাই দিতে এগিয়ে এসেছে পঞ্চায়েত। কেন বারবার ভাঙনের কবলে পড়ছে নদী তীরবর্তী এলাকার মানুষ?

দিনের পর দিন কৃষি জমি চলে যাচ্ছে নদী গর্ভে। নেই কোনো পাড় বাঁধের ব্যবস্থা। বারংবার প্রশাসনিক আধিকারিককে জানানোর পরেও মিলছে না সুরাহা। তাই অবিলম্বে পাড় বাঁধ নির্মাণের দাবীতে সরব হয়েছেন স্থানীয় মানুষজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তুফানগঞ্জ ১ নং ব্লকের দেওচরাই গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর এলাকায় গদাধর নদীর ভাঙ্গন দীর্ঘদিন ধরে হচ্ছে। বিঘার পর বিঘা চাষের জমি ও কলা বাগান চলে যাচ্ছে নদী গর্ভে, এবং নদীর প্রায় ৫০ মিটার দূরেই রয়েছে তুফানগঞ্জ থেকে দিনহাটাগামী রাজ্য সড়ক, সেটিও যদি নদীগর্ভে চলে যায় তাদের আর যাতায়াতের কোন রাস্তা থাকবে না।

কিভাবে সুরাহা মিলবে তার কোনও উত্তর নেই। এই বিষয়ে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহমত আলী বলেন ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের তরফে ওই এলাকায় মাটি ভর্তি বস্তা ও বাঁশের ঝাঁটা দিয়ে ভাঙ্গন রোধ করার চেষ্টা চালানো হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যাতে দ্রুত ওই ভাঙ্গন রোধ করা যায় সেই চেষ্টায় চালানো হচ্ছে।

Related Articles