রাজ্যের খবর

জন্মদিনের কেক কেনার অছিলায় গঙ্গায় ফেলে দিল ভাইকে! পলাতক সৎ দাদা

Fugitive step-brother throws brother into Ganga on pretext of buying birthday cake

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: চাঞ্চল্যকর ঘটনা। পাঁচ বছরের সৎ ভাইকে নৌকা থেকে ফেলে দেওয়ার অভিযোগ সৎ দাদার বিরুদ্ধে। ডুবুরি নামিয়ে শিশুটির দেহ তল্লাশি চালানো হয়। জন্মদিনের কেক কিনতে যাওয়ার নাম করে পাঁচ বছরের সৎ ভাইকে নৌকা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তার দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ সরুপগঞ্জ ঘাট ফেরিঘাট এলাকায়।

স্থানীয় সূত্র মারফত জানা যায়, শনিবার রাত সাড়ে আটটা নাগাদ সরুপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপে কেক কিনতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে নৌকা থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এক যুবক। ঘটনাটি বুঝে আগেই সেই যুবক নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করেও ধরতে পারিনি যুবককে।

এরপরেই নৌকার মাঝি সমস্ত যাত্রীকে পাড়ে নামিয়ে ওই শিশুটিকে খুঁজতে বের হয়। কিন্তু সেই সময় খুঁজে পাওয়া যায়নি বাচ্চাটিকে। শিশুটির নাম সুব্রত বিশ্বাস, বাবার নাম জয়দেব বিশ্বাস। অভিযুক্ত যুবক বাচ্চাটির সৎ দাদা। অভিযুক্ত যুবকের নাম সুমন দত্ত।

স্থানীয় সূত্রের খবর, নবদ্বীপ স্বরুপগঞ্জ এলাকার বাসিন্দা জয়দেব বিশ্বাসের স্ত্রীর প্রথম পক্ষের ছেলে সুমন। নিজের জন্মদিন পালন করতে কালনা থেকে স্বরূপগঞ্জে এসেছিল শিশুটি। এরপরেই নিজের জন্মদিনের কেক আনার জন্যে শিশুটিকে নিয়ে তার সৎ দাদা শনিবার আনুমানিক রাত সাড়ে আটটা নাগাদ স্বরূপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপের উদ্দেশ্যে নৌকায় চাপে। এর পরেই এই ঘটনা। বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত হয়ে গেলেও দুই যুবক ঘরে ফিরছে না দেখে পরিবার থেকে ফোন করলে ফোনের সুইচ বন্ধ থাকে। এর পরেই পরিবার থেকে খোঁজখবর নিলে পরে তারা ঘটনাটি জানতে পারেন।

নবদ্বীপ বড়াল ঘাট কর্তৃপক্ষের দাবি, সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ নৌকা যখন বড়াল ঘাটে ফিরছে তখন তারা দেখে একটি বাচ্চাকে গঙ্গায় ঠেলে ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার গঙ্গায় ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। এখনো পর্যন্ত নিখোঁজ শিশুর দেহর খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Related Articles