রাজ্যের খবর

 মিড ডে মিলের রাঁধুনি থেকে স্ট্রেংথ লিফটিং-এ প্রথম স্থান অর্জন! তপন বাবুর জীবনের আনুপ্রেরনামূলক গল্প

From mid-day meal cook to first place in strength lifting! The inspiring life story of Tapan Babu

Truth of Bengal: লোকেশ হালদার, জয়নগর: থার্ড ইস্টার্ন ইন্ডিয়া স্ট্রেংথ লিফটিং এন্ড ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন জয়নগরের প্রবীণ নাগরিক তপন বিশ্বাস। গত ২৫ থেকে ২৭ এপ্রিল শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে হয়ে গেল থার্ড ইস্টার্ন ইন্ডিয়া স্ট্রেংথ লিফটিং এন্ড ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মাস্টার গ্রুপে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, উড়িষ্যা সহ মোট আটটি রাজ্যের ১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড,- বিশ্বাস পাড়ার  প্রবীণ নাগরিক তপন বিশ্বাস ওই প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রথম স্থান অধিকার করেন।

জয়নগর মজিলপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৬০ বছর বয়সী তপন বিশ্বাস, স্থানীয় জে এম ট্রেনিং স্কুলের মিড ডে মিলের রান্নার কাজ করেন। অল্প অর্থ উপার্জনের মধ্য দিয়ে তিনি স্থানীয় ক্লাব এবং পাড়া-প্রতিবেশীদের ঐকান্তিক সহযোগিতায়  এর আগে ভিন রাজ্যে একটার পর একটা প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হয়ে ফিরেছেন। আগামী দিনে তিনি থাইল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ও অংশগ্রহণ করতে চান, তাই সরকারি সাহায্যের ব্যাপারে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জয়নগর মজিলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রথীন মন্ডল বলেন, তপন বিশ্বাস শুধু আমাদের জয়নগর পৌরসভা এলাকায় নয়, সারা দক্ষিণ ২৪পরগনা তথা পশ্চিমবঙ্গের গর্ব। আগামী দিনে তিনি যাতে আরো উচ্চস্তরে পৌঁছাতে পারেন তার জন্য আমরা সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেব। তপন বাবু স্কুলে মিড ডে মিলের রান্নার কাজ এবং সংসারের সমস্ত দায়িত্ব পালন করে স্থানীয় গহেরপুর বিবেকানন্দ বায়ামাগারে ক্রমাগত শরীর  চর্চা চালিয়ে চলেছেন। তার সাফল্যে খুশি ওই ব্যয়ামাগারের কর্মকর্তারা।

Related Articles