বারুইপুর থেকে বর্ধমান, সর্বত্র ঐক্যের আবহে প্রজাতন্ত্র দিবস উদযাপন,
From Baruipur to Burdwan, celebrating Republic Day in an atmosphere of unity everywhere,

The Truth Of Bengal: কলকাতার মতোই রাজ্যের বিভিন্ন জেলাতেও প্রজাতন্ত্র দিবস উদযাপনের বিশেষ অনুষ্ঠান হয়। বারুইপুর থেকে বর্ধমান, সর্বত্র ঐক্যের আবহ বজায় রাখার কথা তুলে ধরা হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বহাল করা হয় নিশ্চিদ্র নিরাপত্তা।
দেশের নানা অংশের মতোই বাংলাতেও ঐক্যের আবহ বজায় রাখার অঙ্গীকার করে প্রজাতন্ত্র দিবস থেকে বার্তা দেওয়া হয়। ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ উদ্দীপনার সঙ্গে জেলায় জেলায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।দক্ষিণ ২৪পরগনা জেলার বারইপুর মহকুমা শাসকের উদ্যোগে বারুইপুর রাস ময়দানে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। ১৪ টি ট্যাবলো ছিল এই অনুষ্ঠানে। কুচকাওয়াজ দেখতে সকাল থেকে ভিড় চোখে পড়ার মত ছিল বারইপুর রাস মাঠ জুড়ে।
বারুইপুরের মতোই পূর্ব বর্ধমান জেলাতেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। একইভাবে পশ্চিম বর্ধমান জেলাশাসকের দপ্তরের উদ্যোগে আসানসোল পোলো ময়দানে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলাশাসক এস পুন্নাবালাম। অনুষ্ঠানে কুচকাওয়াজ ও মার্চ পাস্ট করা হয়। এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান এ অংশগ্রহণ করে।
রামপুরহাটেও মহাসমারোহে উদযাপিত হলো ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। রামপুরহাটের মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে। উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচাওয়াজে সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহন করেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে জলপাইগুড়িতে পালিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। শুক্রবার জলপাইগুড়ি শহরের টাউন ক্লাব স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হয়। জেলাশাসক শামা পারভীন জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত। এরপর জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার রক্ষাবাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। জেলাবাসীর উদ্দ্যেশে বক্তব্য রাখেন জেলাশাসক। সরকারি ট্যাবলো গুলির একটি প্রদর্শনী হয়। পাশাপাশি ছোটো করে দেশাত্তবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল।
Free Access