রাজ্যের খবর

সামশেরগঞ্জে ফের তাজা বোমা উদ্ধার! চাঞ্চল্য এলাকাজুড়ে

Fresh bomb recovered in Shamsherganj again! Sensation spreads across the area

Truth Of Bengal: সামশেরগঞ্জে ফের তাজা বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর পুলিশ জেলার অধীনস্থ সামশেরগঞ্জ থানার পুলিশ দুটি পৃথক এলাকা থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করে। বোমাগুলি উদ্ধার হয়েছে বাবুপুর এলাকার একটি আমবাগানের ঝোপঝাড় থেকে এবং আলমসাহির আরেকটি আমবাগান থেকে।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছেই এলাকা ঘিরে ফেলে। এরপরই খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। বিশেষজ্ঞ দল এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। পাশাপাশি আশেপাশে আরও কোথাও বিস্ফোরক মজুত রয়েছে কিনা, তা জানার জন্য গোটা এলাকায় ডগ স্কোয়াড নামিয়ে তল্লাশি চালানো হয়।

পুরো অভিযানটি পরিচালিত হয় জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউয়ের নেতৃত্বে। তাঁকে সহায়তা করেন ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন ও সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। তাঁরা সক্রিয়ভাবে তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামশেরগঞ্জ থানা এলাকায় সম্প্রতি পরপর তিনদিন ধরে বোমা উদ্ধার করা হয়েছে—সোমবার, মঙ্গলবার ও বুধবার। প্রতিদিনই নতুন কোনো স্থানে লুকিয়ে রাখা বোমা মিলছে, যা পুলিশকে উদ্বিগ্ন করছে।

কে বা কারা এই বিস্ফোরক সামগ্রী মজুত করছে এবং কী উদ্দেশ্যে, তা জানার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, কোথাও না কোথাও দুষ্কৃতীদের গোপন ছক থাকতে পারে। তবে পুলিশ যে কোনো অশান্তি রুখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

এখন গোটা সামশেরগঞ্জ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ রেখে, সন্দেহজনক গতিবিধির ওপর নজর রাখছে পুলিশ। পুরো ঘটনাটিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে, তবে পুলিশের সক্রিয় পদক্ষেপে কিছুটা স্বস্তি ফিরেছে এলাকায়।

 

Related Articles