রাজ্যের খবর

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস পরিষেবা, ঘোষণা জেলা প্রশাসনের

Free bus service for secondary exam candidates, district administration announces

Truth Of Bengal: মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পূর্ব মেদিনীপুর জেলায় বিনা খরচে বাসে যাতায়াত করতে পারবে পরীক্ষার্থীরা ঘোষণা জেলা প্রশাসনের।

আগামী ১০ ই ফেব্রুয়ারী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা। নির্দিষ্ট সময়ে যাতে পরীক্ষার্থীরা পৌঁছাতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দপ্তরের জেলার পরিবহন দপ্তরের আধিকারিক, জেলার বিভিন্ন বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়।

মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠভাবে সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছায় তারজন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সমস্ত বাস পরিষেবা ফ্রীতে মিলবে এই কদিন এমনটাই ঘোষণা করা হয়েছে। তেমনি রাস্তা যানজট মুক্ত রাখতে পরীক্ষা শুরু ও শেষের এক ঘন্টা আগে ভারী যানবাহন নিয়ন্ত্রণ ও সুন্দর ট্রাফিক সিগনাল পরিষেবার ব্যবস্থা করা হবে।

Related Articles