রাজ্যের খবর

নার্সিং কোর্সে ভর্তির নামে ২ লক্ষ টাকার প্রতারণা, অসহায় ছাত্রী পুলিশের দ্বারস্থ

Malda Cyber Crime 

The Truth of Bengal: সাইবার ক্রাইম রুখতে পুলিশের তরফে নিরন্তর প্রচার চালানো হচ্ছে। তা সত্ত্বেও আটকানো যাচ্ছে না এই অপরাধ। এবার সাইবার ক্রাইমের শিকার এক কলেজ ছাত্রী। মালদার মানিকচক থানার লালবাথানি এলাকার ঘটনা। সরকারি নার্সিং কোর্সে সুযোগ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার শিকার কলেজ ছাত্রীর খোয়া গেল প্রায় দুই লক্ষ টাকা। পরিবারের অজান্তে টাকা দিয়ে দেওয়ায় মানসিক অবসাদে ভুগছেন প্রতারিত কলের ছাত্রী। বিপুল টাকা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। বিষয়টি জানতে পেরে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে  পরিবার। গত বছর জিএনএম ও এএনএম কোর্সে ভর্তির জন্য পরীক্ষা দেন ওই ছাত্রী।

এক বান্ধবী গোপাল ঘোষ নামে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। কিন্তু, ওই ছাত্রী আগ্রহ দেখাননি। গত ডিসেম্বর মাসে একটি অজানা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। নিজেকে গোপাল ঘোষ নামে পরিচয় দিয়ে নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে তাকে প্রথমে ২৫০০ টাকা অনলাইনে দিয়ে নাম নথিভুক্ত করতে হবে বলে জানানো হয়। প্রথমে নিমরাজি থাকলেও পরে টাকা দেন ওই ছাত্রী। তারপর শুরু হয় প্রতারণা। পরে অনলাইন ক্লাস এবং নোটস নেওয়ার জন্য তার কাছে আরও টাকা চাওয়া হয়। এরপর ধাপে ধাপে প্রায় ২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। ওই ছাত্রীর মা সরস্বতী সরকার জানান, বাড়ির কেউ এবিষয়ে কিছুই জানতেন না।

কৃষক পরিবারের ফসল বিক্রির সমস্ত টাকা মেয়ের কাছেই রাখতেন বাবা। কিছুদিন আগে বাবা মেয়ের কাছে টাকা চাইলে বিষয়টি জানাজানি হয়। মেয়ের সঙ্গে এমন হবে ভাবতে পারছেন না মা। সুরাহার আশায় সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। ওই ছাত্রীর কাছে থাকা নিজের স্কলারশিপের প্রায় ৩০ হাজার টাকা এবং বাবার দেওয়া প্রায় দেড় লক্ষ টাকা তিনি পরিবারকে না জানিয়ে প্রতারককে দিয়ে ফেলেন। এখন টাকা ফেরত তো দেওয়া হচ্ছেই না উল্টে আরও টাকা চাওয়া হচ্ছে। না দিলে তাঁকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। প্রতারণার শিকার হওয়া ওই কলেজ ছাত্রী এখন মানসিক অবসাদে ভুগছেন। মালদা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুলিশের ওপর ভরসা রাখছেন প্রতারিত ছাত্রী।

Related Articles