রাজ্যের খবর

চিকিৎসার নামে প্রতারণা, ভুয়ো চিকিৎসক ও দালাল গ্রেফতার

Fake doctor

The Truth of Bengal: নোয়াপাড়ায় কিডনি রোগীর চিকিৎসার নামে প্রতারণা করে ভুয়ো চিকিৎসক ও দালাল গ্রেপ্তার করেছে নোয়াপাড়া থানার পুলিশ।

জানা যায়, চাকদার বাসিন্দা এক মহিলার দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ছিল। তাকে পাড়ার এক যুবক বিমল মন্ডল বলেন, তার হাতে একজন ভালো ডাক্তার আছে যার চিকিৎসায় তার সমস্যার সমাধান হয়ে যাবে। ওই যুবক তখন কিডনির সমস্যা সমাধানের জন্য গরুলিয়া লেলিননগরে Dr অভিজিৎ রায় ওরফে বিশু নামে এক ডাক্তার আছে খুব ভালো ডাক্তার বলে ওই মহিলার সাথে পরিচয় করিয়ে দেন।

কয়েকদিন চিকিৎসার পর ওই মহিলা বুঝতে পারেন যে এই ডাক্তার অভিজিৎ রায় ভুয়ো চিকিৎসক। তার ডাক্তারিতে কোনো দক্ষতা নেই। বিষয়টা পরিবারকে জানালে পরিবারের লোক প্রবীর মজুমদার নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

প্রবীরবাবুর অভিযোগের ভিত্তিতে নোয়াপাড়া থানার পুলিশ অভিজিৎ রায় এবং দালাল বিমল মন্ডলকে গ্রেপ্তার করে। আজ তাদের বারাকপুর আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, অভিজিৎ রায়ের কোনো চিকিৎসার ডিগ্রি নেই। সে শুধুমাত্র অনলাইনে চিকিৎসার কৌশল শিখে চিকিৎসা করত। সে বিভিন্ন রোগের ভুয়া চিকিৎসা করে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।

Related Articles