রাজ্যের খবর

শিলিগুড়িতে মাদক পাচারকারী চারজন গ্রেফতার, উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা

Four drug peddlers arrested in Siliguri, marijuana worth lakhs recovered

Truth Of Bengal: শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস এলাকা থেকে লক্ষাধিক টাকার গাঁজা সহ চারজনকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার অভিযান চালানো হয়। এই অভিযানে পুলিশ চারজনকে আটক করে এবং তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় ৪০ কেজি গাঁজা।

ধৃত চারজনের নাম দ্বীপচাঁদ বর্মন, আজিজুল রহমান, দূর্যোধন নম দাস এবং সঞ্জয় দাস। তারা সকলেই কোচবিহার জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা শীতলকুচি, কোচবিহার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। এদের কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

গোপন সূত্রে খবর পাওয়ার পরই প্রধান নগর থানার পুলিশ তেনজিং নোরগে বাস টার্মিনাস এলাকায় অভিযান চালিয়ে এই বড় ধরনের মাদক উদ্ধার করেছে। মাদক পাচারের এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাদের শিলিগুড়ি আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, এবং এই ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা পুলিশি অভিযানের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তবে, এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে আরও সতর্কতার প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন।

Related Articles