রাজ্যের খবর

আবারও বিশেষ অভিযান চালিয়ে পুলিশের জালে দুই ভারতীয় দালাল সহ চার অনুপ্রবেশকারী

Four Bangladeshi infiltrators, including two Indian brokers, caught in police net in special operation again

Truth Of Bengal: আবারো বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং ভারতীয় দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান রানাঘাট পুলিশ জেলার। অভিযান চালিয়ে দুই ভারতীয় দালাল সহ বাংলাদেশীদের গ্রেফতার করতে সক্ষম হল নদীয়ার হাঁসখালি থানার পুলিশ।

সূত্রের খবর, ধৃত বাংলাদেশিদের নাম, কৃষ্ণপদ সানা, হৃদয় সানা, আতিয়ার শেখ, এবং সাদিয়া ইসলাম। অন্যদিকে দুই ভারতীয় দালাল চক্রের মধ্যে যুক্ত থাকা ধৃতদের নাম, অমিত ঘোষ ও অজিত দাস। এরা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের মদত দাতার কাজ করে তৈরি করে দিত ভারতীয় নথিপত্র। যেমন আধার কার্ড, ভোটার কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।

আরও খবর, এই খবর যখন পুলিশের কাছে আসে তখন নদীয়ার হাঁসখালি থানার একটি বিশেষ টিম শুরু করে অভিযান, তারপর ৪ বাংলাদেশী অনুপ্রবেশকারী সহ দুই ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত যুবককে গ্রেফতার করে।

এরপর নিদিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের বিরুদ্ধে। এরপর মঙ্গলবার ধৃতদের তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। অন্যদিকে, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করে।

উল্লেখ্য, বাংলাদেশের অশান্তিপূর্বক ঘটনার পর থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশের সংখ্যাটা বাড়তেই চলেছে। আর প্রত্যেক অনুপ্রবেশকারী রানাঘাট পুলিশ জেলার অধীনস্থ বিভিন্ন থানা এলাকায় ঢুকে দালাল চক্রের মধ্যে দিয়ে গা ঢাকা দিচ্ছে। পুলিশ এই সকল ঘটনার বিরুদ্ধেই অভিযান চালাচ্ছে। আর সেখান থেকেই মিলছে একের পর এক সাফল্য।

Related Articles