জোরকদমে ‘পথশ্রী’ প্রকল্পের কাজ, ৪ কোটি টাকা বরাদ্দে মালদার বামনগোলায় ৪কিমি রাস্তার শিলান্যাস
Foundation laying of 4 km road in Bamongola, Malda with an allocation of Tk 4 crore

The Truth Of Bengal : রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী অগ্রাধিকারের ভিত্তিতে বিশেষ নজর দিয়েছিলেন রাস্তার উন্নয়নে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পারলে হবে সামগ্রিক উন্নয়ন– এই ভাবনায় কাজ শুরু করেন মুখ্যমন্ত্রী। এখন শুধু শহরের নয়, গ্রামের দিকে রাস্তার প্রভূত উন্নতি হয়েছে। ঝা চকচকে হয়েছে গ্রাম বাংলার রাস্তা। নতুন নতুন রাস্তার হাত ধরে বদলে গিয়েছে গ্রাম বাংলার যোগাযোগ ব্যবস্থা। এবার মালদার বামনগোলার গোবিন্দপুরে প্রায় ৪ কিলোমিটার রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছে সাড়ে চার কোটি টাকা। ভোটের আগে রাস্তার কাজ বলে কটাক্ষ বিরোধীদের। পাল্টা শাসক দলের দাবি, ভোটের সঙ্গে রাস্তা তৈরির কোনও রাজনীতি। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখন তা রক্ষা করা হচ্ছে।
গত বছরের ১৮ নভেম্বর এর রাস্তা খবরের শিরোনামে এসেছিল। মুমূর্ষু রোগীকে খাটিয়ায় তুলে হাসপাতালে দৌড়তে দেখা গিয়েছিল। রাস্তা খারাপ থাকায় ঢুকতে পারেনি অ্যাম্বুল্যান্স। ফলে দেরিতে পৌছনোয় মৃত্যু ২৫ বছরের তরুণী মামনি রায়ের। এই ঘটনা নিয়ে অনেক চাপানউতোর চলে। বিজেপির তরফে বেহাল রাস্তা নিয়ে রাজ্য ও স্থানীয় প্রশাসনকে তুলোধনা করা হয়েছিল। রাজ্য সরকার ‘পথশ্রী’ প্রকল্প হাতে নেওয়ার পরেও কেন গ্রামীণ রাস্তার হাল ফিরল না? এই প্রশ্ন তোলা হয়। কিন্তু, বিজেপি এটা বলে না, কেন সড়ক যোজনার বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র? বহুদিন ধরে আটকে রাখা হয়েছে রাজ্যের প্রাপ্য টাকা। তা সত্ত্বেও গ্রামীণ এলাকায় রাস্তার কাজ করে চলেছে রাজ্য সরকার।
বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের মালডাঙা এলাকার মানুষ পাচ্ছে ঢালাই রাস্তা। দুই ধাপে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। প্রথম ধাপে ১১৪৫ মিটার ঢালাই রাস্তার শিলান্যাস হয়েছে। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী সহ প্রশাসনিক আধিকারিকরা। এবার কাজ শুরুর অপেক্ষা।
FREE ACCESS