রাজনীতিরাজ্যের খবর
Trending

প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

Former Chief Minister of West Bengal passes away

The Truth Of Bengal: দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল ৮:২০ নাগাদ নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পুরান কালে তার বয়স হয়েছিল ৮০। ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব। বৃহস্পতিবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য। বেশ কিছু বছর ধরে তিনি ফুসফুসে সংক্রমনে ভুগছিলেন।

অসুস্থতার কারণে প্রায় এগারো বছর ধরে ঘরবন্দী ছিলেন তিনি। সূত্রের খবর শেষ কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে শ্বাসকষ্ট পরিমাণ বেড়েছিল। এমনকি তাকে অক্সিজেন দেওয়া হল শেষ রক্ষা করা যায়নি। শারীরিক সমস্যার জন্য দীর্ঘ ১১ বছর ধরে ঘরবন্দী ছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি সি ও পি ডি তে ও ভুগছিলেন। এমনকি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার ফলে তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্যের পরিবারে ১৯৪৪ সালে উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৬১ তে কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৬৪ সালে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক হন। স্কুল জীবন থেকে এনসিসি তে তিনি যোগদান করেন।

এমনকি কলেজ জীবনেও এনসিসি ক্যাডেদের ছিলেন। উল্লেখ্য কলেজ জীবনে এসে তিনি সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য হন। তারপর সিপিআইএম কেন্দ্রীয় কমিটি ও সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য হন তিনি। ১৯৯৯ সালে তিনি উপমুখ্যমন্ত্রী হন। এরপর ২০০০ সালে শারীরিক অসুস্থতার কারণে জ্যোতি বসু সরে দাঁড়ালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০০১ থেকে ২০১১ পর পর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন। উল্লেখ্য, তার রাজনৈতিক জীবন বরাবরই চড়াই উতরায়ে মধ্য দিয়ে গিয়েছে। ছয় দশকে প্রেসিডেন্সি কলেজে পরাকালীন বামফ্রন্টের তৎকালীন রাজ্য সম্পাদক প্রমদ দাশগুপ্তের চোখে পড়েছিলেন তিনি। তার হাত ধরে ছাত্র রাজনীতিতে হাতে খড়ি হয় তাঁর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রানে কার্যত বাংলার রাজনীতির এক যুগ অবসর হল। তার প্রয়াণে যথারীতি শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজনৈতিক মহলে।

Related Articles