রাজ্যের খবর

মানুষ -বন্যপ্রাণী সংঘাত কমাতে বনদপ্তরের সচেতনতা মূলক প্রচার

Forest Department's awareness campaign to reduce human-wildlife conflict

The Truth Of Bengal : জলপাইগুড়ি : জ্বালানি সংগ্রহ ও শাক সবজি সংগ্রহ করতে অনেক সময় জঙ্গল লাগোয়া এলাকার মানুষজন জঙ্গলে প্রবেশ করেন। যার ফলে অনেক সময় বন্যপ্রাণীদের আক্রমণের শিকার হন তারা। এমনকি এর আগে বেশ কয়েকজনের মৃত্যু পর্যন্ত ঘটেছিল বন্যপ্রাণীদের আক্রমণে। এদিকে সামনেই বর্ষাকাল এবং এই সময় বন্যপ্রাণীদের প্রজননের সময়। আর তাই এই সময়টায় বন্যপ্রাণীদের কাছে না ঘেষাই ভালো। যে কারণে বনদপ্তরের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচার চলছে বিভিন্ন এলাকায়। বনদপ্তরের পক্ষ থেকে রীতিমতো মাইকিং করে সচেতন করা হচ্ছে যাতে এই সময় কেউ জ্বালানি বা শাক সবজি সংগ্রহের জন্য জঙ্গলে প্রবেশ না করেন। এদিন বনদপ্তরের চালসা রেঞ্জ, খুনিয়া রেঞ্জের পক্ষ থেকে বিভিন্ন বনাঞ্চল লাগোয়া এলাকায় মাইকিং করে সচেতনতা মূলক প্রচার চালানো হয়।

অন্যদিকে মানুষ – বন্যপ্রাণী সংঘাত কমাতে বনদপ্তরের মোরাঘাট রেঞ্জের পক্ষ থেকে সচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে। বুধবার জলপাইগুড়ি বনদপ্তরের অন্তর্গত মোরাঘাট রেঞ্জের পক্ষ থেকে ধূপগুড়ি মহকুমার গারখুটা, নিরঞ্জনপাঠ, মল্লিকসভা, বনবস্তি সহ বিভিন্ন জঙ্গল লাগোয়া এলাকায় মাইকিং করে প্রচার চালানো হয়। পাশাপাশি জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। যাতে বন্যপ্রাণীদের চলার পথে কেউ বাধা না দেয়, জঙ্গল লাগোয়া এলাকায় বৈদ্যুতিক তার ব্যবহার না করা হয় সেইসাথে অপ্রয়োজনে বা জ্বালানি কাঠ সংগ্রহের জন্য কেউ যাতে জঙ্গলে প্রবেশ না করে এজন্য এদিন সচেতনতা মূলক প্রচার চালানো হয়।

উল্লেখ্য প্রতি বছর জুন মাসের ১৬ তারিখ থেকে তিনমাসের জন্য জঙ্গলে প্রবেশ বন্ধ করা হয়। এইসময় জলদাপাড়া, চাপড়ামারি, গরুমারা জঙ্গলে পর্যটকরা প্রবেশ করতে পারেন না, বন্ধ থাকে জঙ্গল সাফারি। কেননা এই সময় বন্যপ্রাণীদের প্রজননকালীন সময়, তাই যাতে এইসময় বন্যপ্রাণীদের কেউ উত্যাক্ত না করে সেজন্য যেমন জঙ্গলে প্রবেশ বন্ধ থাকে তেমনি জঙ্গল লাগোয়া এলাকায় সচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে।

Related Articles