একাধিক ঘুমপাড়ানি গুলিতেও বেকাবু জিনাত, বাঘিনীর কাণ্ডে নাজেহাল বন দফতর
Forest department unharmed in multiple sleeper shootings, tigress case

Truth Of Bengal: ক্রমশই যেন দু:সাধ্য হয়ে উঠছে চতুর বাঘিনি জিনাতকে ধরা। রাতে দু’দুবার ঘুমপাড়ানি গুলি করার পরেও তাকে কাবু করতে ব্যর্থ হয়েছে বন দফতর। যার জেরে এখনও তাকে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে পাঠানোর পরিকল্পনা অধরা।
শনিবার ভোরে পুরুলিয়ার থেকে বাঁকুড়ার গোঁসাইডিহির জঙ্গলে ঢুকে পড়ে বাঘিনি। তারপর শনিবার বেলা দশটা থেকে জিনাতকে কাবু করতে মরিয়া চেষ্টা করে বন দফতরের। বেলা তিনটা নাগাদ তাকে দেখে একবার ঘুমপাড়ানি গুলি ছোঁড়ে বন দফতর। কিন্তু সেই গুলি তার শরীরে লেগেছিল কিনা তা নিশ্চিত জানা যায়নি।
এরপর রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে আবারও শুরু হয় চেষ্টা চালানো। জাল দিয়ে ঘিরে রাখা জঙ্গলের চারিদিকে আগুন জ্বেলে রাতভর পাহারা দেওয়া হয় বাঘিনিকে। সূত্রের খবর রাত ১.২০ ও ভোর ৩ টা নাগাদ পর পর দু’দুবার বাঘিনিকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয় তা লক্ষ্যভেদও করে। কিন্তু ঘুমপাড়ানি গুলির তেমন প্রভাব পড়েনি বাঘিনির উপর। সাময়িকের জন্য ঝিমিয়ে পড়লেও তাকে খাঁচাবন্দী করার আগেই সে চাঙ্গা হয়ে যায়। কিন্তু কী কারনে এমনটা হল তা এখনও অস্পষ্ট।