রাজ্যের খবর

পশ্চিমবঙ্গে এই প্রথম, বর্ধমান মেডিকেল হাসপাতালে জন্ম নিল ৯ জোড়া জমজ শিশু

For the first time in West Bengal, 9 sets of twins were born at Burdwan Medical Hospital

Truth Of Bengal: পশ্চিমবঙ্গে এই প্রথম এক দিনে এক হাসপাতালে জন্ম নিলো ৯ জোড়া জমজ শিশু। পূর্ব বর্ধমানের সরকারি হাসপাতালে এক দিনে জন্ম নিয়েছে ১৮ টি সন্তান। এমনই বিরল ঘটনা ঘটল বর্ধমান মেডিকেল হাসপাতালে। এর আগে কোন দিনও ২৪ ঘন্টায় এতগুলি যমজ বাচ্ছার জন্ম হয়নি। জন্ম নেওয়া ১৮ টি শিশুর মধ্যে ১১ জনই কন্যা সন্তান, আর বাকি ৭টি পুত্র সন্তান। মা এবং শিশু সবাই সুস্থ বলে জানিয়েছে হাসপাতাল সুপার তাপস ঘোষ।

BMCH সুত্রে জানা গিয়েছে, বুধবার হাসপাতালের বহির্বিভাগের উপরে থাকা স্ত্রী এবং প্রসূতি বিভাগের এই ‘বিরল’ ঘটনা ঘটেছে। এখানেই ন’জন মা সারাদিনের মধ্যে যমজ বাচ্ছার জন্ম দিয়েছেন। শিশুগুলির মধ্যে ৫টি শিশুর ওজন সামান্য কম থাকায় তাঁদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তাঁদের ‘নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট’ এ রাখা হয়েছে। যদিও সব শিশুই সুস্থ এবং তাঁরা বিপদমুক্ত।

বাচ্ছা জন্ম দেওয়া মায়েরাও সুস্থ আছেন। চিকিৎসকরা জানান, বৃহস্পতিবার দুপুরে BMCH এ এমএসভিপি তাপস ঘোষ মহাশয়, সাংবাদিকদের বলেন একদিনে এতগুলি যমজ বাচ্ছার জন্ম পশ্চিমবাংলার আর কোন মেডিকেল কলেজে হয়তো হয়নি। এই প্রথম BMCH-এ তা হলো। তাতে এটা একটি বিশেষ দিন বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Related Articles