বন্ধ পাঁচটি প্লাটফর্ম, অফিস টাইমে হয়রানির শিকার যাত্রীরা
Five platforms closed, passengers harassed during office hours

The Truth Of Bengal : শিয়ালদহ শাখায় চরম যাত্রী হয়রানি। বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদা শাখায় বন্ধ 1 থেকে 5 নম্বর প্লাটফর্ম। দমদম ও দমদম ক্যান্টনমেন্ট থেকে চালানো হচ্ছে বহু লোকাল ট্রেন। সপ্তাহের শেষে চরম যাত্রী হয়রানীর ছবি শিয়ালদহ শাখায়। নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরিতে চলছে লোকাল ট্রেন। বাতিল করা হয়েছে ১৩৭টি লোকাল ট্রেন। গুড় পথে চালানো হবে চারটি দূর পাল্লা এক্সপ্রেস একইসঙ্গে ১৪৭ টি লোকাল ট্রেন চালানো হবে ঘুর পথে। ৮০৬টি লোকাল ট্রেন চলাচল করবে শিয়ালদা থেকে।
৬ থেকে ১৩ নম্বর দিয়ে চালানো হবে লোকাল ও দূরপাল্লা ট্রেন। যাত্রী বহন ক্ষমতা বাড়াতে কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা নেয় পূর্ব রেল সেমতই শিয়ালদা শাখায় এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্ম বাড়ানোর কাজ আগেই শুরু করেছে রেল। এবার ওভারহেডের তার সিগনালিং সিস্টেমের বদলা আনতে তিন দিন এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ যার জেরে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। নির্ধারিত সময়ের অনেকটাই দেরিতে চলায় ব্যারাকপুর নৈহাটি কল্যাণী কৃষ্ণনগর হাসনাবাদ বারাসাত শাখায় চরম হয়রানির ছবি। সপ্তাহ শেষে অফিস পৌঁছতে দেরি হওয়ায় হবে ফেটে পড়ে যাত্রীরা। প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।