আন্তর্জাতিকরাজ্যের খবর

ছাত্র-ছাত্রীর অভাবে বন্ধ হয়ে গেল বীরভূম জেলার পাঁচটি  ইংলিশ মিডিয়াম স্কুল

Five English medium schools in Birbhum district closed due to lack of students

Truth of Bengal: সরকারি স্কুলে বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মিডিয়াম চালু করার ব্যবস্থা গ্রহণ করেছিল রাজ্য সরকার। রাজ্য সরকারের নির্দেশে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর ২০১৮ সালে শুরু হয়েছিল ইংলিশ মিডিয়াম স্কুল। সরকারি স্কুলে প্রথম দিকেই দেখা গেছিল ছাত্র সংখ্যা প্রচুর। তবে আসতে আসতে ছাত্র সংখ্যা কমতে থাকে। ফলে পড়ুয়া না থাকায় বীরভূম জেলায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম বন্ধ করে দিল শিক্ষা দফতর।

যেমন বোলপুরের দুটি স্কুল নলাটি একটি মহম্মদবাজারের একটি এছাড়াও সিউড়ি হাটজন বাজার ১৮ নম্বর ওয়ার্ড এলাকার হাটজন বাজার প্রাথমিক বিদ্যালয়। এই মোট পাঁচটি বিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম বন্ধ করলো শিক্ষা দপ্তর। কারণ প্রথমদিকে ছাত্র সংখ্যা যথেষ্ট থাকায় তৎকালীন ২০১৮ সালে এই হাটজন বাজার প্রাথমিক বিদ্যালয় ইংলিশ মিডিয়াম সূচনা করা হয়। সেই মুহূর্তে বাংলা মিডিয়ামের একটি কক্ষ ইংলিশ মিডিয়ামে রূপান্তরিত করে নেওয়া হয়েছিল। তারপর থেকে বীরভূমের সিউড়ির একাধিক জায়গায় বিভিন্ন দামি দামি ইংলিশ মিডিয়াম স্কুল গজিয়ে ওঠার ফলে বন্ধ করতে হলো সরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যালয়।

এই বিষয়ে স্কুল শিক্ষিকা জানান, প্রথম দিক থেকে ২০১৮ সালে এই সরকারি বিদ্যালয় চালু হয়েছিল। ইংলিশ মিডিয়াম প্রাথমিক বিদ্যালয় ছাত্রসংখ্যা যথেষ্ট ছিল। বাংলা মিডিয়ামের একটি কক্ষকে নিয়ে সুসজ্জিতভাবে সাজিয়ে তৈরি করা হয়েছিল। ইংলিশ মিডিয়াম আলাদাভাবে পোশাক ক্লাসরুম সাজানো যার অর্থ বরাদ্দ করা হয়েছিল ৭৬ হাজার টাকা।

Related Articles