পুলিশের বড়সড় সাফল্য! নদিয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার
Firearms were recovered during raids in Nadia

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় নদিয়া গাংনাপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলেকায়।
সূত্রের খবর, নদিয়ার গাংনাপুর থানার পুলিশ বারোচুপরি এলাকায় বিশেষ অভিযান চালায়। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল ওই এলাকায় সাজাহান বিশ্বাস নামে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র পাচারের কাজের সাথে যুক্ত। সেই মোতাবেক পুলিশ গোপন সূত্রে খবর লাগায়। আজ বড় সাফল্য পুলিশের।
জানা যায়, সাজাহানের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আজ ধৃতকে বিচার বিভাগীয় আদালতে তোলা হলে তাকে জিজ্ঞাসাবাদ এর জন্য ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। যদিও ওই ব্যক্তি পুলিশের চোখে ধুলো দিয়ে এই বেআইনি কারবার করতো বলে জানা গেছে। এখন দেখার পুলিশের জিজ্ঞাসাবাদের পর আরো কি কি তথ্য উঠে আসে।